Use code AMH2025 on Noon or Namshi for 10 SAR cashback. Copy Code

Cashback: 10 SAR. T&Cs apply. Offer All time

স্বৈরাচার চাঁদাবাজ

ভূমিকাঃ বাংলাদেশ স্বাধীনতার স্বপ্ন দেখেছিল ন্যায়, সমতা আর শান্তির দেশে পরিণত হওয়ার জন্য। কিন্তু আজকের বাস্তবতা অন্যরকম—স্বৈরাচার, চাঁদাবাজি আর রাজনৈতিক সহিংসতা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। রাস্তার দোকান থেকে শুরু করে বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র অন্যায়ের আগুন জ্বলছে। সাধারণ মানুষ দিন দিন ভয় আর অনিশ্চয়তার মধ্যে বেঁচে আছে।

স্বৈরাচার ও চাঁদাবাজি: বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার বাস্তবতা

আমরা কি সত্যিই এমন বাংলাদেশ চাই যেখানে দোকানপাটে চাঁদা না দিলে মাথায় পাথর মারা হয়, ছাত্ররা শিক্ষার আলো নয় বরং খুনোখুনির রক্তে রঞ্জিত হয়? এ প্রশ্নই আমাদের বিবেককে নাড়া দেয়। এই লেখায় আলোচনা করা হয়েছে কীভাবে স্বপ্নের বাংলাদেশকে আমরা আবার শান্তি, ন্যায় ও মানবতার পথে ফিরিয়ে নিতে পারি।


স্বৈরাচার চাঁদাবাজ,
রাস্তার মোড়ে দাঁড়ায় আজ।
দোকানপাটে দাবি তোলে,
শ্রমিকের ঘাম তারা হরণ করে।

ক্ষণে ক্ষণে উৎপাত বাড়ে,
ভয়ই যেন পথিক সারে।
হাসিমুখে বিষ ছড়ায়,
সবার স্বপ্ন ছিন্নভিন্ন করায়।

বিদ্যালয়ে শিক্ষা নয়,
রাজনীতির আগুন জ্বলে ক্ষয়।
কলেজ প্রাঙ্গণে রক্তের রেখা,
ছাত্রের প্রাণ যায় অকারণ দেখা।

বিশ্ববিদ্যালয়ে বই নয় হাতে,
দণ্ড-লাঠি ঘোরে পথে পথে।
খুনোখুনি, সংঘর্ষে রঞ্জিতো মাঠ,
ভবিষ্যতের আলো অন্ধকারে ঢাক।

সাদা পাথর পযন্ত পাই নাই—
রাক্ষা হয়ে যায় রাতারাতি গায়েব।
হাজার প্রাণের চিৎকার বাজে,
অন্যায়ের শৃঙ্খল ভাঙে না আজে।

সকলে ঘুমথো উঠে রাস্তায় বের হলে,
আবার আসবোকি ঘরে ফিরে,
এর নিশ্চয়তা নাই—
ভয়ই যেন ছায়া হয়ে দাঁড়ায়।

ব্যবসায়ি চাঁদা না দিলে,
পাথর মাথায় মেরে মেরে ফেলে।
এই কেমন মানুষরে ভাই,
তোদের কি মায়া-মমতা নাই?

পশুরাও তো এমন কাজ করে না,
মানুষ হয়েও কেন এমন হিংসা?
হৃদয় কি তোমাদের পাথরে গড়া,
রক্তের দামে কি গড়বে ধরা?

এ কি সেই বাংলাদেশ?
স্বপ্ন যেখানে হয় রক্তবেশ?
স্বাধীনতার আলো কি তাই ম্লান,
ভয়ে কাঁপে প্রতিটি প্রাণ?

না---
আমরা চাই মুক্ত সকাল,
ন্যায়ের বীজে গড়ুক সমকাল।
বিদ্যালয়ে হাসুক শিশু,
কলেজে জাগুক জ্ঞানবিস্তু।

বিশ্ববিদ্যালয় হোক আলোঘর,
যেখানে চিন্তা-স্বপ্নে ভরে অন্তর।
চাঁদাবাজ নয়, সন্ত্রাস নয়,
বাংলাদেশ হোক শান্তিময়।

উপসংহারঃ বাংলাদেশ শুধু ভৌগোলিক একটি দেশ নয়, এটি আমাদের স্বপ্ন, আমাদের আত্মত্যাগের ফল। কিন্তু আজ সেই বাংলাদেশ স্বৈরাচার, চাঁদাবাজি আর রাজনৈতিক সহিংসতায় আচ্ছন্ন। সাধারণ মানুষ ভয়ে-আতঙ্কে দিন কাটায়, শিক্ষার আলো নিভে যায় ছাত্র রাজনীতির রক্তে।

আমাদের এখন সময় এসেছে প্রশ্ন করার এটাই কি সেই বাংলাদেশ যার জন্য লক্ষ প্রাণ উৎসর্গ হয়েছিল? এটাই কি সেই স্বপ্নযাত্রা, যার শেষে স্বাধীনতার আলো দেখা যায়?

আমরা চাই একটি বাংলাদেশ, যেখানে বিদ্যালয়ে বইয়ের গন্ধ থাকবে, কলেজে জ্ঞানের আলো জ্বলবে, বিশ্ববিদ্যালয়ে গবেষণা আর সৃজনশীলতার স্রোত বইবে। ব্যবসায়ী বা সাধারণ মানুষ ভয়ে নয়, নিরাপত্তার অনুভূতিতে দিন কাটাবে।

একটি ন্যায়ভিত্তিক, মানবিক এবং শান্তিময় বাংলাদেশ গড়া আমাদের দায়িত্ব। অন্যায়ের শৃঙ্খল ভেঙে, চাঁদাবাজ ও স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করাই এখন সময়ের দাবি।

Post a Comment

Previous Post Next Post

Ads DIVI

Ads Hostinger

🎉 Get 20% OFF + Fast & Secure Hosting with Hostinger Claim Your 20% Discount