আল আরাফাহ্ এক্সপ্রেস লিমিটেড বাসের সকল কাউন্টার নাম্বার।

  

আল আরাফাহ এক্সপ্রেস বাসের সকল কাউন্টার নাম্বার।  Al-Arafah Express Bus All Counter Number

আল আরাফা পরিবহন বাংলাদেশের একটি বিখ্যাত পরিবহন সেবা যা ঢাকা এবং লক্ষীপুর জেলা উপজেলার মধ্যে পরিবহন সেবা প্রদান করে। এই পরিবহনটি একটি সুবিধাজনক ট্রান্সপোর্ট যা ব্যবহারকারীদের প্রতিদিন বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। 

ঢাকা থেকে লক্ষীপুর: এসি / নন এসি (ঢাকা জেলার কাউন্টার সমূহ ও ফোন নাম্বার)

লক্ষীপুর থেকে ঢাকা: এসি / নন এসি (লক্ষীপুর জেলার কাউন্টার সমূহ ও ফোন নাম্বার) 

আল আরাফা পরিবহন সেবাটি সঠিক সময়ে পরিচালিত হয় এবং পরিবহনের মাধ্যমে আপনি সহজেই ঢাকা এবং লক্ষীপুরে যেতে পারেন। জাম এবং ঘনটার সমস্যার সম্মুখীন হতে আল আরাফা পরিবহন উপযুক্ত এবং সহজ একটি বিকল্প হতে পারে। তাই আপনি আল আরাফা পরিবহনের সেবা ব্যবহার করে সময় এবং খরচ সম্পর্কে চিন্তামুক্ত হোন।

 আল আরাফাহ্ এক্সপ্রেস পরিবহনের গাড়ি নিয়মাবলী:

  1. গাড়ি ছাড়ার ১৫ মিনিট হবে কাউন্টারে উপস্থিত থাকতে হবে।
  2. যাত্রীগণ যাত্রাপথে বেআইনি অস্ত্রপাতি বা মাদক বহন করতে পারবেন না।
  3. যাত্রীদের ও মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে।
  4. যাত্রা বাতিল করতে হলে নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগে কাউন্টারে জানাতে হবে. সেক্ষেত্রে ১০% ভাড়া কর্তন করা হবে।
  5. ছেলে মেয়েদের বয়স পাঁচ বছরের বেশি হলে অবশ্যই টিকিট কাটতে হবে।
  6. অপরিচিত কোন কারো কাছ থেকে কোন প্রকার খাবার খাওয়া যাবেনা।

আপনি যদি কোন কারণে আল আরাফা পরিবহনের সাথে নিরাপত্তা বা সেবা সম্পর্কে অসন্তুষ্ট থাকেন তবে আপনি সেটি নিবেদন করতে পারেন। আপনি পরিবহনের অফিস বা কাউন্টারে ফোন করে বা ইমেল করে নির্দিষ্ট সমস্যার বিবরণ দিয়ে অভিযোগ করতে পারেন। নির্দিষ্ট সমস্যার উপর ভিত্তি করে পরিবহন কর্তৃপক্ষ সেটি সমাধান করার চেষ্টা করবে।

অভিযোগঃ 01823832019  |  01965201828  |  Facebook  |  WhatsApp

Post a Comment

Previous Post Next Post