Use code AMH2025 on Noon or Namshi for 10 SAR cashback. Copy Code

Cashback: 10 SAR. T&Cs apply. Offer All time

Ram এর গতি বাড়িয়ে নিন এক নিমিষেই


পিসি অনেক কারনেই স্লো হয়ে যায়। তার মধ্যে একটি কারন হচ্ছে র‌্যামের সল্পতা।আমরা যখন পিসিতে কাজ করি তখন Ram অনেক তথ্য জমা হয়।পরে বিভিন্ন ক্লিনার দ্বারা ঐ ফাইল গুলো কে মুছে ফেলতে হয়।কিন্তু এখন তার আর কোন দরকার নেই।কারণ কম্পিউটার সেটি নিজে নিজে করবে।



কম্পিউটার বন্ধ করার সময় ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করা পেইজ ফাইল মুছে ফেলে র‌্যামের গতি বাড়ানো যায়।

এখন নিচের স্টেপস গুলো দয়া করে ফলো করুন এবং ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করা পেইজ ফাইল মুছে ফেলে র‌্যামের গতি বাড়ান –



১। এ জন্য Start থেকে control panel-এ যান।
২। এখান থেকে Administrative Tools->Local Security Policy->Security Settings->Local Policies->Security Options ঠিকানায় যান।
৩। ডানপাশের Shutdown : Clear virtual memory page file অপশনে ডাবল ক্লিক করুন এবং অপশনটি Enable করে OK দিয়ে বের হয়ে আসুন।
৪। এখন কম্পিউটার বন্ধের সময় virtual memory page file স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।


Post a Comment

Previous Post Next Post

Ads DIVI

Ads Hostinger

🎉 Get 20% OFF + Fast & Secure Hosting with Hostinger Claim Your 20% Discount