ইলাস্ট্রারর, ফটোসপ, ইন-ডিজাইনে ইউনিকোড ফন্ট দিয়ে বাংলা লিখুন

ইউনিকোড ফন্ট  দিয়ে বাংলা লিখুন  Illustrator, Photshop এবং InDesign CS4 এবং CS5 এ অ্যাডোবি Illustrator, Photshop, InDesign নিয়ে বিভিন্ন ডিজাইনে কাজ করে থাকেন, তাঁরা প্রায়ই বাংলা লিখতে গিয়ে একটা সমস্যায় পড়েন। সেটা হলো বাংলা লেখার সফটওয়্যার "ইউনিজয়" এবং "অভ্র" দিয়ে কোনো শব্দ লিখলে বা কপি করে Illustrator, Photshop এবং InDesign নিলে লেখা আর পড়া যায় না। এর কারণ হলো, অ্যাডোব ইউনিকোড সমর্থন করে না।
আপনি চাইলেই Adobe CS4/CS5 ইউনিকোড ফন্ট দিয়ে সরাসরি বাংলা লেখা টাইপ করতে পারবেন।

(*) ১. Adobe llustrator CS4 এবং CS5 বাংলা লিখতে ডাউনলোড করে
২) Bangla Typing for Illustrator File - Copy করুন অথবা সেলেক্ট Ctrl + C চাপুন
৩) Illustrator CS4 অথবা CS5 এ Open করুন
৪) Click File -> Click New from Template অথবা Shift + Ctrl + N চাপুন
৫) মাউসের Right Barton চাপুন Click Paste করুন,Bangla Typing for Illustrator File Select করুন, Click New এবার বাংলা লিখুন।
Adobe llustrator CS4 এবং CS5 New Document নিতে হলে অবশই Click File -> Click New from Template -> Select Bangla Typing for Illustrator File -> Click New তার পর বাংল লিখতে হবে।



                                                         ডাউনলোড লিংক

(**) Photoshop CS4/CS5 সরাসরি বাংলা লেখার জন্য New Document নিতে হলে অবশই Download করা File থেকে বাংলা লেখা Copy করেNew Document Paste করে বাংল লিখতে হবে Photoshop এ।





(***) InDesign CS4/CS5 Bangla Typing for InDesign বাংলা লিখতে Download করুন

৩) InDesign CS4 অথবা CS5 এ Open করুন




৪) Click File -> Click Open  অথবা Ctrl + O চাপুন
এবার Download করা Bangla Typing for InDesign সেলেক্ট করে Open Click করুন
এইবার বাংলা লিখুন ইউনিকোডে


Post a Comment

Previous Post Next Post