আপনার নিজের এন্ড্রোইড ফোনে মাত্র ৭০/৮০/৯০ এমবিতে সম্পূর্ণ কুরআন তেলাওয়াত ইনস্টল করে শুনতে থাকুন। পবিত্র কা'বা শরীফের ইমামসহ বিশ্ববিখ্যাত ক্বারীদের তেলাওয়াত পাবেন সাধারণত ৭০ এমবির মধ্যেই। আর সেটা আপনার এন্ড্রোইড ফোনের এপসের মাধ্যমেই। কষ্ট করে আর মোবাইলের মেমোরি কার্ডে কয়েকশত এমবি কুরআনের অডিও বয়ে নিয়ে বেড়াতে হবে না।
তাহলে আর দেরী কেন? এখনই এপসগুলো ইনস্টল করে নিন এবং অন্যদের মাঝে বেশি বেশি শেয়ারইটের মাধ্যমে সেগুলো ছড়িয়ে দিয়ে সাদাকায়ে জারিয়াহর একটা রাস্তা উন্মুক্ত করে দিন। এগুলো আপনার জন্য সাদাকায়ে জারিয়াহ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। আপনার পরিচিতদের মাঝে সবার কাছেই এভাবে পবিত্র কুরআনের এপস ছড়িয়ে দিন। আশা করি, এগুলো সবারই ভালো লাগবে এবং তারা সেগুলো শুনলে কিংবা তাদের মাধ্যমে অন্য কারো কাছে যাওয়ার পর তারাও যদি সেগুলো শুনে তাহলে সবার সাওয়াব বাই ডিফল্ট আপনার নিজের আমলনামায় copy হিসেবে (cut হিসেবে নয়) চলে আসবে ইনশাআল্লাহ।
Download Link
Download Link
Download Link
ক্বারী আল মিনশাওয়ী
Download Link
ক্বারী আল শাতেরী
Download Link
ক্বারী মুহাম্মাদ আয়্যুব
Download Link
ক্বারী আজামী
Download Link
ক্বারী আলী আল হুজায়ফী
Download Link
Download Link
আসুন! আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই দেশ-বিদেশের কোন মুসলিমের এন্ড্রোইড ফোন কুরআনের এপস মুক্ত হবে না ইনশাআল্লাহ; অমুসলিমদেরকেও শোনাতে পারেন। এটা জাদুর মত কাজ করতে পারে। কারণ, মানুষের ব্রেনের সাথে কুরআনের গভীর সম্পর্ক রয়েছে। আর এই মিশন বাস্তবায়নের মাধ্যমে সোনালী সমাজ গড়ার পথে আমরা আরেক ধাপ এগিয়ে যাব ইনশাআল্লাহ।
No comments:
Post a Comment