ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড



বাংলাদেশ বিশ্বের অন্যতম মুসলিম দেশ। এ দেশের মানুষকে ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে ১৯৮৩ সালের মার্চের ৩০ তারিখ থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের কার্যক্রম পরিচালনা করছে।

আমানত হিসাবসমূহ
গ্রাহকদের সঞ্চিত অর্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: বিভিন্ন আমানত হিসাবের মাধ্যমে জমা রেখে থাকে। এসব আমানত হিসাবগুলো নিম্নরূপ:
আল-ওয়াদেয়াহ চলতি হিসাব
মুদারাবা সঞ্চয়ী হিসাব
মুদারাবা টার্ম ডিপোজিট রিসিপ্ট
মুদারাবা বিশেষ নোটিশ হিসাব
মুদারাবা বিশেষ সঞ্চয়ী (পেনশন) হিসাব
মুদারাবা হজ্জ সঞ্চয়ী হিসাব
মুদারাবা সঞ্চয়ী বন্ড স্কীম
মুদারাবা বৈদেশিক মুদ্রা ডিপোজিট স্কীয় (সঞ্চয়ী)
মুদারাবা ওয়াকফ্ নগদ জমা হিসাব
মুদারাবা মাসিক মুনাফা ডিপোজিট স্কীম
মুদারাবা মোহর সঞ্চয়ী ডিপোজিট স্কীম
এছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকে। উল্লেখযোগ্য কিছু বিনিয়োগ সুবিধা এখানে উল্লেখ করা হলো:
বাই-মুয়াজ্জাল
বাই-মুরাবাহা
শিরকাতুল মিলক এর অধীনে ভাড়া ক্রয়
মুদারাবাহ
বাই-সালাম
বাংলাদেশ ব্যাংকের ইক্যুইটি ও এন্টারপ্রেনারশিপ ফান্ড

ঢাকা শহরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর শাখার ঠিকানাসমূহ
সেন্ট্রাল জোন

সেন্ট্রাল জোন ইনচার্জ
৩০, ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা।
ফোন: (০২)৮৩৬২২৭৮
মোবাইল: ০১৭১৪-০৯১৬৬৩
ফ্যাক্স: (০২)৮৩১৯৩০০
ই-মেইল: [email protected]
ফরেন এক্সচেঞ্জ
৪১, দিলকুশা বা/এ, ঢাকা ১০০০।
ফোন: (০২)৯৫৬৫৬৫৭, ৯৫৬৯৪১৩, ০১৭১৩-১৬৪৪৮৯
ফ্যাক্স: (০২)৯৫৬৯৪১২
ই-মেইল: [email protected]
প্রধান কার্যালয়
ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০, দিলকুশা বা/এ, ঢাকা ১০০০।
ফোন: (০২)৯৫৬৩১৮২, পিএবিএক্স: (০২)৯৫৬৩০৪০
মোবাইল: ০১৭১১-৬৯৩৯০৮, ০১৭১৪-০৩৪১৫৫
ফ্যাক্স: (০২)৯৫৬৪৫৩২
ই-মেইল: [email protected]
কারওয়ান বাজার শাখা
টি.কে. ভবন (১ম তলা), ১৩, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা।
ফোন: (০২)৯১৩৭৫৭১, ৮১৫৫২১১
মোবাইল: ০১৭১১-৪৩৯০৯৪
ফ্যাক্স: (০২)৮১১৭৫৮৭
ই-মেইল: [email protected]
লোকাল অফিস
৭৫, মতিঝিল বা/এ, ঢাকা ১০০০।
ফোন: (০২) ৯৫৭১২০১-২, ৯৫৬৮১৮৭; পিএবিএক্স: ৯৫৫২৮৯৭
মোবাইল: ইনভেস্টমেন্ট # ০১৭১১-৬৯৪৩১৭ জিবি # ০১৭১১-৬৯৩৯০১-০৩
ফ্যাক্স: ৮৮০-২-৯৫৬১১০৫, ৯৫৬১৯৯৫
মগবাজার শাখা
ডব্লিউকিউএফ ভবন, (দ্বিতীয় তলা), , নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা ১০০০।
মোবাইল: ০১৭৩০-৭২৭৩৮৯
ই-মেইল: [email protected]
মৌচাক শাখা
হোসাফ টুইন টাওয়ার, মালিবাগ মোড়, ঢাকা ১২১৭।
ফোন: (০২)৮৩১৪৬৫৯, ৯৩৪৫৯৪৬, ৯৩৫৫৬২৫
মোবাইল: ০১৭১১-৬৯৩৯১৩
ই-মেইল: [email protected]
নবাবপুর রোড শাখা
২১০-২১১, নবাবপুর রোড, ঢাকা।
ফোন: (০২)৯৫৫৭২৫৮, ৯৫৫৬৭৪৮
মোবাইল: ০১৭১১-৬৯৩৯০৭, ০১৭১১-৬৩১৩৪৯
ফ্যাক্স: (০২)৯৫৫৬৭৪৮
ই-মেইল: [email protected]
পল্টন শাখা
দারুস সালাম আর্কেড, ১৪, পুরানা পল্টন, ঢাকা।
ফোন: (০২)৯৫৬৪৮৬০, ৯৫৫৯৫০৬
মোবাইল: ০১৭১১-৪৩৫৭০৮
ই-মেইল: [email protected]
রমনা শাখা
ডন প্লাজা, , বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা।
ফোন: (০২)৯৫৬৮৫৮৪, ৯৫৬৩৪৩৭, ৯৫৬৩৪১৭
মোবাইল: ০১৭৩০-৭০০০৬১
ই-মেইল: [email protected]

সাউথ জোন
বংশাল শাখা
২২২, বংশাল রোড, ঢাকা।
ফোন: (০২)৯৫৫৬৮২৬, ৭১৭৫৭৯২
ই-মেইল: [email protected]
চক মোগলটুলী শাখা
৯৩, চক মোগলটুলী, ঢাকা।
ফোন: (০২)৭৩১৮০১৩, ৭৩১৩৫০৮
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৩৯
ই-মেইল: [email protected]
ধানমন্ডি শাখা
নিলু স্কয়ার, সাত মসজিদ রোড, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা ১২০৯।
ফোন: (০২)৯১২৫৩১৬, ৯১২৯৩৩৩
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৩৭, ০১৭১৪-০৯৩২৯০
ই-মেইল: [email protected]
এলিফ্যান্ট রোড শাখা
চৌরঙ্গী ভবন, ১২৪/এ, এলিফ্যান্ট রোড, ঢাকা ১২০৫।
ফোন: (০২) ৮৬২৯৫৪৭, ৯৬৭০৮০১
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৪০
ই-মেইল: [email protected]
ফার্মগেট শাখা
মালেটক টাওয়ার, ৩১, তেজকুনী পাড়া, ফার্মগেট, ঢাকা।
ফোন: (০২)৮১১৫১০৩, ৯১২১১১৪
মোবাইল: ০১৭১১-৬৯৩৯১২
ই-মেইল: [email protected]
ইসলামপুর শাখা
৪১-৪২, ইসলামপুর রোড, ঢাকা।
ফোন: (০২)৭৩৯০৩৮৩, ৭৩৯৩৯১৮
মোবাইল: ০১৭১১-৬৯৩৯০৯, ০১৭১৪-০৩৭৭৬৫
ফ্যাক্স: (০২)৭৩৯২৩২৪
ই-মেইল: [email protected]
যাত্রাবাড়ি শাখা
রহমান ম্যানসন, ৬৯, শহীদ ফারুক সড়ক, দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকা।
ফোন: (০২)৭৫৪১০৮৩, ৭৫৪৬২০০
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৩৫
ই-মেইল: [email protected]
কাঁচপুর শাখা
কাশাফ শপিং সেন্টার, চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
মোবাইল: ০১৭৩০-০৩৪৮৭০
ই-মেইল: [email protected]
লালবাগ শাখা
৩৯-৪০/এ, হরনাথ ঘোষ রোড, এ্যাপেক্স বিল্ডিং, লালবাগ, ঢাকা।
মোবাইল: ০১৭৩০-৭০৩৮৫৬
ই-মেইল: [email protected]
মতিঝিল শাখা
৯আই, মতিঝিল, সোয়ানটেক্স কোর্ড ভবন, ঢাকা ১০০০।
মোবাইল: ০১৭১৩-১৬৪৪৮৯
ই-মেইল: [email protected]
নওয়াবগঞ্জ শাখা
নওয়াবগঞ্জ থানা সদর, নওয়াবগঞ্জ, ঢাকা।
ফোন: (০৬২২৫)৮৮৩৫৮
মোবাইল: ০১৭১১-৪৩৫৭০৮
ই-মেইল: [email protected]
নিউ মার্কেট শাখা
দোজা কমপ্লেক্স, ২৩, মিরপুর রোড, ঢাকা।
ফোন: (০২)৮৬১৮০৪৫, ৮৬১৮১৫১, ৯৬৬৭৩২০
মোবাইল: ০১৭১১-৬৯৩৯১০
ই-মেইল: [email protected]
পান্থপথ শাখা
ত্রিধারা টাওয়ার, ৬৭, লেক সার্কাস, পশ্চিম পান্থপথ, ঢাকা।
ফোন: (০২)৮১৪১৯৬২
মোবাইল: ০১৭৩০-০৩৪৮৫০
ই-মেইল: [email protected]
সদরঘাট শাখা
৩৪/এ পি কে রয় রোড, বাংলা বাজার, ঢাকা।
ফোন: (০২)৭১১৩১৯৩, ৭১১৩১৯৪
মোবাইল: ০১৭১১-৬৯৩৯১৮
ই-মেইল: [email protected]
শ্যামপুর শাখা
২২৭/৩, করিমুল্লারবাগ, পোস্তগোলা, শ্যামপুর, ঢাকা।
ফোন: (০২)৭৪১৬৬৯৯
মোবাইল: ০১৭৩০-৩২৮৪৪২
ই-মেইল: [email protected]
জিনজিরা শাখা
জিনজিরা থানা রোড, কেরাণীগঞ্জ, ঢাকা।
ফোন: (০২)৭৭৭২৮৭১
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৩১
ই-মেইল: [email protected]

নর্থ জোন
বাড্ডা শাখা
খ/১৯৪, প্রগতি স্বরণী, মধ্য বাড্ডা, ঢাকা।
মোবাইল: ০১৭৩০-৩২৮৮৭৩
ই-মেইল: [email protected]
ক্যান্টনমেন্ট শাখা
২৪, মমতা শপিং কমপ্লেক্স, উত্তর কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ১২০৬।
ফোন: (০২)৯৮৭২৩৯৭
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৩৪
ই-মেইল: [email protected]
গণকবাড়ী শাখা
বালিভদ্র বাজার, গণকবাড়ী, সাভার, ঢাকা।
মোবাইল: ০১৭১৩-৪২৫৯৬৬
ই-মেইল: [email protected]
গুলশান শাখা
পিবিএল টাওয়ার, ১৭, নর্থ গুলশান, ঢাকা ১২১২।
ফোন: (০২)৮৮২৫৪২৪, ৯৮৮২০৯৭
মোবাইল: ০১৭১১-৬৯৩৯১৫, ০১৭১৪-০৩৭৭৬০
ই-মেইল: [email protected]
গুলশান সার্কেল ১ শাখা
গুলশান , ঢাকা।
ফোন: (০২)৮৮৫০৩৫২
মোবাইল: ০১৭১৩-১৪১৯৮০
ই-মেইল: [email protected]
হাজী ক্যাম্প শাখা
হাজী ক্যাম্প, আশকোনা, উত্তরা, ঢাকা।
ফোন: (০২)৮৯১৯২৯৩
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৪৪
ই-মেইল: [email protected]
আইডিবি ভবন শাখা
আইডিবি ভবন (নীচতলা), আগারগাঁও, ঢাকা ১২০৭।
ফোন: (০২)৯১৪৩২৪৯, ৮১৫৩৬২৫
মোবাইল: ০১৭৩০-৭০১২১২
ই-মেইল: [email protected]
কালামপুর এসএমই/ কৃষি শাখা
কালামপুর বাজার মসজিদ মার্কেট, কালামপুর, ধামরাই, ঢাকা।
মোবাইল: ০১৭৩০-৩২৬১০২
খিলগাঁও শাখা
১৪১৯/২, খিলগাঁও তালতলা, ঢাকা।
ফোন: (০২)৭২১২৭৬১, ৭২১৬৪৬৪
মোবাইল: ০১৭১৪-০১৫৫৩২
ই-মেইল: [email protected]
মিরপুর শাখা
রোড # , সেকশন # , মিরপুর, ঢাকা।
ফোন: (০২)৮০১১২৮৭, ৯০০৫৬৫০, ৯০১৫৮১৭
মোবাইল: ০১৭১১-৬৯৩৯১১
ই-মেইল: [email protected]
মিরপুর ১ শাখা
রবিউল প্লাজা (৪র্থ ও ৫ম তলা), প্লট # সি-১/কেএইচ, মিরপুর-১, ঢাকা ১২১৬।
ফোন: (০২)৮০১০৩৩০, ৮০৫৮২৫২
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৩৮, ০১৭১৪-০৯৩২৮৯
ই-মেইল: [email protected]
মহাখালী শাখা
জননী ভবন, ৬২, শহীদ তাজউদ্দিন স্বরণী, মহাখালি, ঢাকা ১২১২।
ফোন: (০২)৯৮৮৩৩৪৬, ৮৮২৯৪০০
মোবাইল: ০১৭১১-৬৯৩৯১৭
ই-মেইল: [email protected]
মোহাম্মদপুর কৃষি মার্কেট শাখা
৪৪, প্রবাল হাউজিং, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।
ফোন: (০২)৮১৪২৮৩৩
মোবাইল: ০১৭১৪-০৩৬০৮০
ফ্যাক্স: (০২)৮১৪২৮৩৩
ই-মেইল: [email protected]
পল্লবী শাখা
আহমেদ ফুড প্লাজা, ব্লক , সেকশন ১১, পল্লবী, ঢাকা।
ফোন: (০২)৮০৩৪৭৫৪
মোবাইল: ০১৭১৩-০৬৭৭৭৭
ই-মেইল: [email protected]
রামপুরা শাখঅ
৩৯৪, ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা।
ফোন: (০২)৯৩৫৯৪৬৫, ৮৩৫৯৪৭৫
মোবাইল: ০১৭১১-৪৩১২৭৭
ই-মেইল: [email protected]
সাভার শাখা
সুগন্ধা সুপার মার্কেট, জলেশ্বর, সাভার, ঢাকা।
ফোন: (০২)৭৭১০৭৭৭, ৭৭১৪৬৬৯
মোবাইল: ০১৭১১-৬৯৩৯২৮
ফ্যাক্স: (০২)৭৭৪২৫২৫
ই-মেইল: [email protected]
শ্যামলী শাখা
১৫/৪, মিরপুর রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।
ফোন: (০২)৯১২৩৫২৭, ৯১৩৯২২১
মোবাইল: ০১৭৩০-০৩২৩৬৫
ফ্যাক্স: (০২)৯৮৭১৬৫৮
টঙ্গী শাখা
১৯, মেইন রোড, টঙ্গী, গাজীপুর।
ফোন: (০২)৯৮০৪১৬৬, ৯৮১৩৮৫৩
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৪৬
ই-মেইল: [email protected]
উত্তরা শাখা
কুশল সেন্টার, উত্তরা মডেল টাউন, ঢাকা।
ফোন: (০২)৮৯২০৫০০, ৮৯১৮০৫৫, ৮৯২৩৯৭৬
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৩৬
ই-মেইল: [email protected]
ভিআইপি রোড শাখা
ইসলামী ব্যাংক হাসপাতাল ভবন, ৩০, ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা।
ফোন: (০২)৯৩৫৪১৪৭, ৯৩৫৯৪৪২
মোবাইল: ০১৭১১-৪৩৯০৯৫
ই-মেইল: [email protected]
জিরানী বাজার এসএমই/কৃষি শাখা
শহীদুল কমপ্লেক্স, কলেজ রোড, জিরানী বাজার, আশুলিয়া, ঢাকা।
মোবাইল: ০১৭৩০-০৯৭২৮৯
ই-মেইল: [email protected]

DPS করার নিয়ম
IBBL এ একটা ব্যাংক একাউন্ট খুলতে হবে।
যার নামে DPS তার ২ কপি PP ছবি, নমিনির ১ কপি PP সাইজের ছবি।
দুই জনের ভোটার ID এর ফটোকপি।
ব্যাংক থেকে DPS ফরম নিয়ে ইহা ফিলাপ করতে হবে।
বয়স ১৮ বছর (কমপক্ষে) হতে হবে।
যে কেই DPS করতে পারবে।
এভাবে DPS করতে হয়।

ইসলামী ব্যাংকের অন্যান্য সেবাসমূহ
চেক বইয়ের প্রতি পাতার জন্য ৩ টাকা ও ১৫% ভ্যাট দিতে হয় অর্থাৎ ১০ পাতার চেক বইয়ের জন্য ভ্যাটসহ ৬৯ টাকা দিতে হয়।
সেভিংস একাউন্টে ৫,০০০ টাকা নিচে থাকলে কোন চার্জ দিতে হয় না। ৫,০০১ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত থাকলে অর্ধেক বছরের জন্য ৫০ টাকা এবং ১ বছরে ১০০ টাকা চার্জ দিতে হয়। ২০,০০২ টাকা থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত থাকলে অর্ধেক বছরের জন্য ১০০ টাকা এবং ২০০ টাকা দিতে হয়। অর্ধেক বছরে ২০০ টাকা ১ বছরে ৪০০ টাকা চার্জ দিতে হয়। সেভিংস এর মোট টাকার উপর ব্যাৎসারিক ৫.৩৫% মুনাফা পাওয়া যায়।
কারেন্ট একাউন্টে শুন্য থেকে ২০,০০০ টাকার জন্য অর্ধেক বছরে ১০০ টাকা ১ বছরে ২০০ টাকা। ২০,০০১ টাকা থেকে ১,০০,০০০ টাকা থাকলে অর্ধেক বছরের জন্য ২০০ টাকা ১ বছরের জন্য ৪০০ টাকা। ১,০০,০০০ টাকার উপরে আনলিমিটেড পর্যন্ত অর্ধেক বছরে ৫০০ টাকা, ১ বছরে ১,০০০ টাকা চার্জ দিতে পর কারেন্ট একাউন্টে কোন লাভ/মুনাফা প্রদান করা হয় না।
এটিএম কার্ডের চার্জ বছরে ৩৪৫ টাকা ভ্যাটসহ প্রথম বছর থেকেই এই চার্জ কার্যকর হয়।
ব্যাংক স্টেটমেন্ট বছরে দুইবার ফ্রি দেওয়া হয়। দুইয়ের অধিকবার নিতে হলে ২০০ টাকা দিতে হবে। সাথে ১৫% ভ্যাট অর্থাৎ মোট ২৩০ টাকা দিতে হবে। ইহা সাথে সাথেই পাওয়া যায়।
APS নাই। DPS প্রতি মাসে ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত DPS করা যায়। DPS এর মাসিক কিস্তির পরিমান ১০০ গুনিতক হতে হবে অর্থাৎ ২০০, ৩০০ ও ৫০০ টাকা ইত্যাদি। ইহা ৩ থেকে ১০ বচর মেয়াদী করা যায়। মুনাফার পরিমান ৭.৭৫ থেকে ৮.৬০% পর্যন্ত পাওয়া যায়।
DD/TT এক দিনেই ক্যাশ করা যায়। আর চেক সাথে সাথেই ক্যাম করা যায়। DD/TT ক্যাশ করতে কমপক্ষে ২০ টাকা চার্জ দিতে হয়।
কোন কারণে বুথে কার্ড আটকে গেলে, ২/৩ কর্মি দিবস পর বুথেরর নিকটতম শাখা/ যে শাখায় একাউন্ট খোলা হয়েছে সেখানে যোগাযোগ করলে কার্ড পাওয়া যাবে এর জন্য কোন চার্জ কাটবে না। ব্যালেন্স কাটার পর টাকা বের না হলে বুথের নম্বর, সময়, ঠিকানানহ বুথের নিকটতম শাখা/ যে শাখায় একাউন্ট খোলা হয়েছে সেখানে অভিযোগ ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। অনেক সময় সাথে সাথে ব্যালেন্স এডজাস্ট হয়ে যায় সেক্ষেত্রে কিছু করতে হয় না। অভিযোগ করার ৪/ দিনের মধ্যে সব ঠিক হয়ে যায়।
IBBL এর বুথ থেকে স্লিপ নিলে কোন টাকা কাটে না। আর অন্য ব্যাংকে বুথ থেকে নিলে সেই ব্যাংকের নিয়ম অনুযায়ী টাকা কাটে।

Post a Comment

Previous Post Next Post