
আমানত হিসাবসমূহ
গ্রাহকদের সঞ্চিত অর্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: বিভিন্ন আমানত হিসাবের মাধ্যমে জমা রেখে থাকে। এসব আমানত হিসাবগুলো নিম্নরূপ:
• আল-ওয়াদেয়াহ চলতি হিসাব
• মুদারাবা সঞ্চয়ী হিসাব
• মুদারাবা টার্ম ডিপোজিট রিসিপ্ট
• মুদারাবা বিশেষ নোটিশ হিসাব
• মুদারাবা বিশেষ সঞ্চয়ী (পেনশন) হিসাব
• মুদারাবা হজ্জ সঞ্চয়ী হিসাব
• মুদারাবা সঞ্চয়ী বন্ড স্কীম
• মুদারাবা বৈদেশিক মুদ্রা ডিপোজিট স্কীয় (সঞ্চয়ী)
• মুদারাবা ওয়াকফ্ নগদ জমা হিসাব
• মুদারাবা মাসিক মুনাফা ডিপোজিট স্কীম
• মুদারাবা মোহর সঞ্চয়ী ডিপোজিট স্কীম
এছাড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকে। উল্লেখযোগ্য কিছু বিনিয়োগ সুবিধা এখানে উল্লেখ করা হলো:
• বাই-মুয়াজ্জাল
• বাই-মুরাবাহা
• শিরকাতুল মিলক এর অধীনে ভাড়া ক্রয়
• মুদারাবাহ
• বাই-সালাম
• বাংলাদেশ ব্যাংকের ইক্যুইটি ও এন্টারপ্রেনারশিপ ফান্ড
ঢাকা শহরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর শাখার ঠিকানাসমূহ
সেন্ট্রাল জোন
সেন্ট্রাল জোন ইনচার্জ
|
৩০, ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা।
ফোন: (০২)৮৩৬২২৭৮
মোবাইল: ০১৭১৪-০৯১৬৬৩
ফ্যাক্স: (০২)৮৩১৯৩০০
ই-মেইল: [email protected]
|
ফরেন এক্সচেঞ্জ
|
৪১, দিলকুশা বা/এ, ঢাকা – ১০০০।
ফোন: (০২)৯৫৬৫৬৫৭, ৯৫৬৯৪১৩, ০১৭১৩-১৬৪৪৮৯
ফ্যাক্স: (০২)৯৫৬৯৪১২
ই-মেইল: [email protected]
|
প্রধান কার্যালয়
|
ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০, দিলকুশা বা/এ, ঢাকা – ১০০০।
ফোন: (০২)৯৫৬৩১৮২, পিএবিএক্স: (০২)৯৫৬৩০৪০
মোবাইল: ০১৭১১-৬৯৩৯০৮, ০১৭১৪-০৩৪১৫৫
ফ্যাক্স: (০২)৯৫৬৪৫৩২
ই-মেইল: [email protected]
|
কারওয়ান বাজার শাখা
|
টি.কে. ভবন (১ম তলা), ১৩, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা।
ফোন: (০২)৯১৩৭৫৭১, ৮১৫৫২১১
মোবাইল: ০১৭১১-৪৩৯০৯৪
ফ্যাক্স: (০২)৮১১৭৫৮৭
ই-মেইল: [email protected]
|
লোকাল অফিস
|
৭৫, মতিঝিল বা/এ, ঢাকা – ১০০০।
ফোন: (০২) ৯৫৭১২০১-২, ৯৫৬৮১৮৭; পিএবিএক্স: ৯৫৫২৮৯৭
মোবাইল: ইনভেস্টমেন্ট # ০১৭১১-৬৯৪৩১৭ জিবি # ০১৭১১-৬৯৩৯০১-০৩
ফ্যাক্স: ৮৮০-২-৯৫৬১১০৫, ৯৫৬১৯৯৫
ই-মেইল: [email protected], [email protected]
|
মগবাজার শাখা
|
ডব্লিউকিউএফ ভবন, (দ্বিতীয় তলা), ৪, নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা – ১০০০।
মোবাইল: ০১৭৩০-৭২৭৩৮৯
ই-মেইল: [email protected]
|
মৌচাক শাখা
|
হোসাফ টুইন টাওয়ার, মালিবাগ মোড়, ঢাকা – ১২১৭।
ফোন: (০২)৮৩১৪৬৫৯, ৯৩৪৫৯৪৬, ৯৩৫৫৬২৫
মোবাইল: ০১৭১১-৬৯৩৯১৩
ই-মেইল: [email protected]
|
নবাবপুর রোড শাখা
|
২১০-২১১, নবাবপুর রোড, ঢাকা।
ফোন: (০২)৯৫৫৭২৫৮, ৯৫৫৬৭৪৮
মোবাইল: ০১৭১১-৬৯৩৯০৭, ০১৭১১-৬৩১৩৪৯
ফ্যাক্স: (০২)৯৫৫৬৭৪৮
ই-মেইল: [email protected]
|
পল্টন শাখা
|
দারুস সালাম আর্কেড, ১৪, পুরানা পল্টন, ঢাকা।
ফোন: (০২)৯৫৬৪৮৬০, ৯৫৫৯৫০৬
মোবাইল: ০১৭১১-৪৩৫৭০৮
ই-মেইল: [email protected]
|
রমনা শাখা
|
ডন প্লাজা, ৯, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা।
ফোন: (০২)৯৫৬৮৫৮৪, ৯৫৬৩৪৩৭, ৯৫৬৩৪১৭
মোবাইল: ০১৭৩০-৭০০০৬১
ই-মেইল: [email protected]
|
বংশাল শাখা
|
২২২, বংশাল রোড, ঢাকা।
ফোন: (০২)৯৫৫৬৮২৬, ৭১৭৫৭৯২
ই-মেইল: [email protected]
|
চক মোগলটুলী শাখা
|
৯৩, চক মোগলটুলী, ঢাকা।
ফোন: (০২)৭৩১৮০১৩, ৭৩১৩৫০৮
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৩৯
ই-মেইল: [email protected]
|
ধানমন্ডি শাখা
|
নিলু স্কয়ার, সাত মসজিদ রোড, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা – ১২০৯।
ফোন: (০২)৯১২৫৩১৬, ৯১২৯৩৩৩
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৩৭, ০১৭১৪-০৯৩২৯০
ই-মেইল: [email protected]
|
এলিফ্যান্ট রোড শাখা
|
চৌরঙ্গী ভবন, ১২৪/এ, এলিফ্যান্ট রোড, ঢাকা – ১২০৫।
ফোন: (০২) ৮৬২৯৫৪৭, ৯৬৭০৮০১
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৪০
ই-মেইল: [email protected]
|
ফার্মগেট শাখা
|
মালেটক টাওয়ার, ৩১, তেজকুনী পাড়া, ফার্মগেট, ঢাকা।
ফোন: (০২)৮১১৫১০৩, ৯১২১১১৪
মোবাইল: ০১৭১১-৬৯৩৯১২
ই-মেইল: [email protected]
|
ইসলামপুর শাখা
|
৪১-৪২, ইসলামপুর রোড, ঢাকা।
ফোন: (০২)৭৩৯০৩৮৩, ৭৩৯৩৯১৮
মোবাইল: ০১৭১১-৬৯৩৯০৯, ০১৭১৪-০৩৭৭৬৫
ফ্যাক্স: (০২)৭৩৯২৩২৪
ই-মেইল: [email protected]
|
যাত্রাবাড়ি শাখা
|
রহমান ম্যানসন, ৬৯, শহীদ ফারুক সড়ক, দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকা।
ফোন: (০২)৭৫৪১০৮৩, ৭৫৪৬২০০
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৩৫
ই-মেইল: [email protected]
|
কাঁচপুর শাখা
|
কাশাফ শপিং সেন্টার, চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
মোবাইল: ০১৭৩০-০৩৪৮৭০
ই-মেইল: [email protected]
|
লালবাগ শাখা
|
৩৯-৪০/এ, হরনাথ ঘোষ রোড, এ্যাপেক্স বিল্ডিং, লালবাগ, ঢাকা।
মোবাইল: ০১৭৩০-৭০৩৮৫৬
ই-মেইল: [email protected]
|
মতিঝিল শাখা
|
৯আই, মতিঝিল, সোয়ানটেক্স কোর্ড ভবন, ঢাকা – ১০০০।
মোবাইল: ০১৭১৩-১৬৪৪৮৯
ই-মেইল: [email protected]
|
নওয়াবগঞ্জ শাখা
|
নওয়াবগঞ্জ থানা সদর, নওয়াবগঞ্জ, ঢাকা।
ফোন: (০৬২২৫)৮৮৩৫৮
মোবাইল: ০১৭১১-৪৩৫৭০৮
ই-মেইল: [email protected]
|
নিউ মার্কেট শাখা
|
দোজা কমপ্লেক্স, ২৩, মিরপুর রোড, ঢাকা।
ফোন: (০২)৮৬১৮০৪৫, ৮৬১৮১৫১, ৯৬৬৭৩২০
মোবাইল: ০১৭১১-৬৯৩৯১০
ই-মেইল: [email protected]
|
পান্থপথ শাখা
|
ত্রিধারা টাওয়ার, ৬৭, লেক সার্কাস, পশ্চিম পান্থপথ, ঢাকা।
ফোন: (০২)৮১৪১৯৬২
মোবাইল: ০১৭৩০-০৩৪৮৫০
ই-মেইল: [email protected]
|
সদরঘাট শাখা
|
৩৪/এ পি কে রয় রোড, বাংলা বাজার, ঢাকা।
ফোন: (০২)৭১১৩১৯৩, ৭১১৩১৯৪
মোবাইল: ০১৭১১-৬৯৩৯১৮
ই-মেইল: [email protected]
|
শ্যামপুর শাখা
|
২২৭/৩, করিমুল্লারবাগ, পোস্তগোলা, শ্যামপুর, ঢাকা।
ফোন: (০২)৭৪১৬৬৯৯
মোবাইল: ০১৭৩০-৩২৮৪৪২
ই-মেইল: [email protected]
|
জিনজিরা শাখা
|
জিনজিরা থানা রোড, কেরাণীগঞ্জ, ঢাকা।
ফোন: (০২)৭৭৭২৮৭১
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৩১
ই-মেইল: [email protected]
|
বাড্ডা শাখা
|
খ/১৯৪, প্রগতি স্বরণী, মধ্য বাড্ডা, ঢাকা।
মোবাইল: ০১৭৩০-৩২৮৮৭৩
ই-মেইল: [email protected]
|
ক্যান্টনমেন্ট শাখা
|
২৪, মমতা শপিং কমপ্লেক্স, উত্তর কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা – ১২০৬।
ফোন: (০২)৯৮৭২৩৯৭
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৩৪
ই-মেইল: [email protected]
|
গণকবাড়ী শাখা
|
বালিভদ্র বাজার, গণকবাড়ী, সাভার, ঢাকা।
মোবাইল: ০১৭১৩-৪২৫৯৬৬
ই-মেইল: [email protected]
|
গুলশান শাখা
|
পিবিএল টাওয়ার, ১৭, নর্থ গুলশান, ঢাকা – ১২১২।
ফোন: (০২)৮৮২৫৪২৪, ৯৮৮২০৯৭
মোবাইল: ০১৭১১-৬৯৩৯১৫, ০১৭১৪-০৩৭৭৬০
ই-মেইল: [email protected]
|
গুলশান সার্কেল – ১ শাখা
|
গুলশান – ১, ঢাকা।
ফোন: (০২)৮৮৫০৩৫২
মোবাইল: ০১৭১৩-১৪১৯৮০
ই-মেইল: [email protected]
|
হাজী ক্যাম্প শাখা
|
হাজী ক্যাম্প, আশকোনা, উত্তরা, ঢাকা।
ফোন: (০২)৮৯১৯২৯৩
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৪৪
ই-মেইল: [email protected]
|
আইডিবি ভবন শাখা
|
আইডিবি ভবন (নীচতলা), আগারগাঁও, ঢাকা – ১২০৭।
ফোন: (০২)৯১৪৩২৪৯, ৮১৫৩৬২৫
মোবাইল: ০১৭৩০-৭০১২১২
ই-মেইল: [email protected]
|
কালামপুর এসএমই/ কৃষি শাখা
|
কালামপুর বাজার মসজিদ মার্কেট, কালামপুর, ধামরাই, ঢাকা।
মোবাইল: ০১৭৩০-৩২৬১০২
|
খিলগাঁও শাখা
|
১৪১৯/২, খিলগাঁও তালতলা, ঢাকা।
ফোন: (০২)৭২১২৭৬১, ৭২১৬৪৬৪
মোবাইল: ০১৭১৪-০১৫৫৩২
ই-মেইল: [email protected]
|
মিরপুর শাখা
|
রোড # ১, সেকশন # ৬, মিরপুর, ঢাকা।
ফোন: (০২)৮০১১২৮৭, ৯০০৫৬৫০, ৯০১৫৮১৭
মোবাইল: ০১৭১১-৬৯৩৯১১
ই-মেইল: [email protected]
|
মিরপুর – ১ শাখা
|
রবিউল প্লাজা (৪র্থ ও ৫ম তলা), প্লট # সি-১/কেএইচ, মিরপুর-১, ঢাকা – ১২১৬।
ফোন: (০২)৮০১০৩৩০, ৮০৫৮২৫২
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৩৮, ০১৭১৪-০৯৩২৮৯
ই-মেইল: [email protected]
|
মহাখালী শাখা
|
জননী ভবন, ৬২, শহীদ তাজউদ্দিন স্বরণী, মহাখালি, ঢাকা – ১২১২।
ফোন: (০২)৯৮৮৩৩৪৬, ৮৮২৯৪০০
মোবাইল: ০১৭১১-৬৯৩৯১৭
ই-মেইল: [email protected]
|
মোহাম্মদপুর কৃষি মার্কেট শাখা
|
৪৪, প্রবাল হাউজিং, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭।
ফোন: (০২)৮১৪২৮৩৩
মোবাইল: ০১৭১৪-০৩৬০৮০
ফ্যাক্স: (০২)৮১৪২৮৩৩
ই-মেইল: [email protected]
|
পল্লবী শাখা
|
আহমেদ ফুড প্লাজা, ব্লক – এ, সেকশন – ১১, পল্লবী, ঢাকা।
ফোন: (০২)৮০৩৪৭৫৪
মোবাইল: ০১৭১৩-০৬৭৭৭৭
ই-মেইল: [email protected]
|
রামপুরা শাখঅ
|
৩৯৪, ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা।
ফোন: (০২)৯৩৫৯৪৬৫, ৮৩৫৯৪৭৫
মোবাইল: ০১৭১১-৪৩১২৭৭
ই-মেইল: [email protected]
|
সাভার শাখা
|
সুগন্ধা সুপার মার্কেট, জলেশ্বর, সাভার, ঢাকা।
ফোন: (০২)৭৭১০৭৭৭, ৭৭১৪৬৬৯
মোবাইল: ০১৭১১-৬৯৩৯২৮
ফ্যাক্স: (০২)৭৭৪২৫২৫
ই-মেইল: [email protected]
|
শ্যামলী শাখা
|
১৫/৪, মিরপুর রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।
ফোন: (০২)৯১২৩৫২৭, ৯১৩৯২২১
মোবাইল: ০১৭৩০-০৩২৩৬৫
ফ্যাক্স: (০২)৯৮৭১৬৫৮
|
টঙ্গী শাখা
|
১৯, মেইন রোড, টঙ্গী, গাজীপুর।
ফোন: (০২)৯৮০৪১৬৬, ৯৮১৩৮৫৩
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৪৬
ই-মেইল: [email protected]
|
উত্তরা শাখা
|
কুশল সেন্টার, উত্তরা মডেল টাউন, ঢাকা।
ফোন: (০২)৮৯২০৫০০, ৮৯১৮০৫৫, ৮৯২৩৯৭৬
মোবাইল: ০১৭১১-৬৯৩৯৩৬
ই-মেইল: [email protected]
|
ভিআইপি রোড শাখা
|
ইসলামী ব্যাংক হাসপাতাল ভবন, ৩০, ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা।
ফোন: (০২)৯৩৫৪১৪৭, ৯৩৫৯৪৪২
মোবাইল: ০১৭১১-৪৩৯০৯৫
ই-মেইল: [email protected]
|
জিরানী বাজার এসএমই/কৃষি শাখা
|
শহীদুল কমপ্লেক্স, কলেজ রোড, জিরানী বাজার, আশুলিয়া, ঢাকা।
মোবাইল: ০১৭৩০-০৯৭২৮৯
ই-মেইল: [email protected]
|
• IBBL এ একটা ব্যাংক একাউন্ট খুলতে হবে।
• যার নামে DPS তার ২ কপি PP ছবি, নমিনির ১ কপি PP সাইজের ছবি।
• দুই জনের ভোটার ID এর ফটোকপি।
• ব্যাংক থেকে DPS ফরম নিয়ে ইহা ফিলাপ করতে হবে।
• বয়স ১৮ বছর (কমপক্ষে) হতে হবে।
• যে কেই DPS করতে পারবে।
এভাবে DPS করতে হয়।
ইসলামী ব্যাংকের অন্যান্য সেবাসমূহ
• চেক বইয়ের প্রতি পাতার জন্য ৩ টাকা ও ১৫% ভ্যাট দিতে হয় অর্থাৎ ১০ পাতার চেক বইয়ের জন্য ভ্যাটসহ ৬৯ টাকা দিতে হয়।
• সেভিংস একাউন্টে ৫,০০০ টাকা নিচে থাকলে কোন চার্জ দিতে হয় না। ৫,০০১ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত থাকলে অর্ধেক বছরের জন্য ৫০ টাকা এবং ১ বছরে ১০০ টাকা চার্জ দিতে হয়। ২০,০০২ টাকা থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত থাকলে অর্ধেক বছরের জন্য ১০০ টাকা এবং ২০০ টাকা দিতে হয়। অর্ধেক বছরে ২০০ টাকা ১ বছরে ৪০০ টাকা চার্জ দিতে হয়। সেভিংস এর মোট টাকার উপর ব্যাৎসারিক ৫.৩৫% মুনাফা পাওয়া যায়।
• কারেন্ট একাউন্টে শুন্য থেকে ২০,০০০ টাকার জন্য অর্ধেক বছরে ১০০ টাকা ১ বছরে ২০০ টাকা। ২০,০০১ টাকা থেকে ১,০০,০০০ টাকা থাকলে অর্ধেক বছরের জন্য ২০০ টাকা ১ বছরের জন্য ৪০০ টাকা। ১,০০,০০০ টাকার উপরে আনলিমিটেড পর্যন্ত অর্ধেক বছরে ৫০০ টাকা, ১ বছরে ১,০০০ টাকা চার্জ দিতে পর কারেন্ট একাউন্টে কোন লাভ/মুনাফা প্রদান করা হয় না।
• এটিএম কার্ডের চার্জ বছরে ৩৪৫ টাকা ভ্যাটসহ প্রথম বছর থেকেই এই চার্জ কার্যকর হয়।
• ব্যাংক স্টেটমেন্ট বছরে দুইবার ফ্রি দেওয়া হয়। দুইয়ের অধিকবার নিতে হলে ২০০ টাকা দিতে হবে। সাথে ১৫% ভ্যাট অর্থাৎ মোট ২৩০ টাকা দিতে হবে। ইহা সাথে সাথেই পাওয়া যায়।
• APS নাই। DPS প্রতি মাসে ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত DPS করা যায়। DPS এর মাসিক কিস্তির পরিমান ১০০ গুনিতক হতে হবে অর্থাৎ ২০০, ৩০০ ও ৫০০ টাকা ইত্যাদি। ইহা ৩ থেকে ১০ বচর মেয়াদী করা যায়। মুনাফার পরিমান ৭.৭৫ থেকে ৮.৬০% পর্যন্ত পাওয়া যায়।
• DD/TT এক দিনেই ক্যাশ করা যায়। আর চেক সাথে সাথেই ক্যাম করা যায়। DD/TT ক্যাশ করতে কমপক্ষে ২০ টাকা চার্জ দিতে হয়।
• কোন কারণে বুথে কার্ড আটকে গেলে, ২/৩ কর্মি দিবস পর বুথেরর নিকটতম শাখা/ যে শাখায় একাউন্ট খোলা হয়েছে সেখানে যোগাযোগ করলে কার্ড পাওয়া যাবে এর জন্য কোন চার্জ কাটবে না। ব্যালেন্স কাটার পর টাকা বের না হলে বুথের নম্বর, সময়, ঠিকানানহ বুথের নিকটতম শাখা/ যে শাখায় একাউন্ট খোলা হয়েছে সেখানে অভিযোগ ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। অনেক সময় সাথে সাথে ব্যালেন্স এডজাস্ট হয়ে যায় সেক্ষেত্রে কিছু করতে হয় না। অভিযোগ করার ৪/ দিনের মধ্যে সব ঠিক হয়ে যায়।
• IBBL এর বুথ থেকে স্লিপ নিলে কোন টাকা কাটে না। আর অন্য ব্যাংকে বুথ থেকে নিলে সেই ব্যাংকের নিয়ম অনুযায়ী টাকা কাটে।
No comments:
Post a Comment